স্পোর্টস ডেস্কঃ সৌদি কাপের সেমি-ফাইনালে হেরে গেছে আল নাসর। সোমবার মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সেমিফাইনালে আল হিলালের কাছে ২-১ গোলে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এই ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো।
ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। সালেম আল দাওসারির গোলে আল হিলাল এগিয়ে যায়। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ম্যালকম। ম্যাচের যোগ করা সময়ে আল নাসরের পক্ষে এক গোল শোধ করেন সাদিও মানে। ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে সরাসরি লাল কার্ড দেখেন রোনালদো। প্রতিপক্ষের এক ফুটবলারকে কনুই দিয়ে ঘুঁতো মারেন সিআর সেভেন। ওই সময় ২-০ গোলে পিছিয়ে ছিলো আল নাসর।
৬১ মিনিটে গোলের দেখা পায় আল হিলাল। আল দাওসারির গোলে লিড নেয় তারা। ১১ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে হিলালিরা। এবারের গোলদাতা ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকম। ২ গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফেরার চেষ্টা করেছে আল নাসর। কিন্তু সেভাবে সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে তারা। ম্যাচের ৮৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। তার আগে রীতিমতো মারামারিতে জড়িয়ে পড়েছিল দুই দলের খেলোয়াড়রা।
আল-হিলালের খেলোয়াড় আলী আল-বুলায়হি আল-নাসেরের এক খেলোয়াড়কে ট্যাকল করলে বল মাঠের বাইরে চলে যায়। নিয়ম অনুয়ায়ী আল নাসর থ্রো-ইন পেলেও রোনালদোর পাশাপাশি বুলায়হিও বল তুলতে যান। সেখানেই দুজন বিবাদে জড়ান। এক পর্যায়ে রোনালদো আল হিলালের বুলায়হিকে কনুইয়ের খোঁচা দিয়ে ফেলে দেন। একই সময়ে আল নাসরের ব্রজোভিচ পড়ে থাকা বুলায়হিকে ইচ্ছাকৃতভাবে বুট দিয়ে মাড়িয়ে দেন। এরপর দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়লে লাল কার্ড দেখেন রোনালদো। আর বুলায়হি দেখেন হলুদ কার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post