স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো গেছেন আগেই, এবার একে একে সৌদীতে যাচ্ছেন লিওনেল মেসি, করিম বেনজেমা, লুকা মদ্রিচের মতো তারকা ফুটবলাররা। ক্লাব ফুটবলে তারকাদের মেলা বসাচ্ছে সৌদী আরব। একে একে তারকা ফুটবলারদের নিয়ে যাচ্ছে দেশটির ক্লাবগুলো।
ফুটবলের সব আলো যেনো কেড়ে নিতে যাচ্ছে সৌদী। আল নাসর এখন পর্যন্ত ক্রীড়া বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের স্বীকৃতি দিয়ে বিশ্বকাপের পরপরই ক্রিস্টিয়ানো রোনালদো দলে নেয়। ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে পর্তুগিজ ফুটবল রাজ ২০ কোটিতে আল নাসরে যোগ দেন।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপেই সৌদীর ক্লাব আল হিলাল বিশ্বকাপ জয়ী অধিনায়কে নজর দেয়। ৪০ কোটি ইউরোতে মেসিকে দলে যাওয়ার প্রস্তাব দেয়। আর্জেন্টাইন জাদুকার সেই প্রস্তাবেও সম্মতি দেন। পিএসজিতে থাকা কালেই সৌদীতে যান। অনুমতি না নিয়ে যাওয়ায় ক্লাবেও নিষিদ্ধ হন।
এবার পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ে জানিয়ে দিয়েছেন মেসির বিদায়ের খবর। ফরাসি জায়ান্ট থেকে বিদায় নেই এই তারকা যে আল হিলালে যাচ্ছেন সেটাও নিশ্চিত। তার ক্লাব ছাড়ার আনুষ্টানিক ঘোষণা আসার কিছু সময়ই বোমা ফাটান করিম বেনজেমাও।
রিয়াল মাদ্রিদ ছেড়ে ফরাসি এই তারকাও সৌদীর ফুটবলে যাচ্ছেন। প্রো লিগের ক্লাব আল ইতিহাদ ২০ কোটি ইউরো অফার দিয়েছে তাকে। সেই অফারও তিনি লুফে নিয়েছেন। সৌদীতেই যাচ্ছেন তিনি। ইতমধ্যে রিয়াল মাদ্রিদকেও জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত।
এরপরই খবর বেরিয়েছে রিয়ালের আরেক তারকা লুকা মদ্রিচও সৌদীতে পাড়ি জমাচ্ছেন। প্রো লিগের একটি ক্লাব তাঁকেও অফার দিয়েছে। একে একে বিশ্ব ফুটবলের সব আলোই কেড়ে নিচ্ছে সৌদী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post