স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর, টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়েছে বাংলার কিশোরীরা। আর এতেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুর ললিতপুরে অবস্থিত আনফা একাডেমিতে অনুষ্ঠিত ম্যাচটিতে মাত্র ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় ভারত। আনুষ্কা দেবীর গোলে লিড নেওয়া ভারত শুরু থেকেই চাপ প্রয়োগ করে খেলতে থাকে বাংলাদেশের উপর। এতে বাংলাদেশের মেয়েদের অনেকটা এলোমেলো হয়ে যেতে দেখা যায়।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে বাংলাদেশ। নিজেদের পায়ে বল দখলে রেখে খেলতে থাকে দল। ৭১তম মিনিটে ম্যাচে সমতায় ফিরে বাংলার মেয়েরা। মুরমু বীথির কর্নার থেকে নেওয়া শটে মারিয়াম বিনতে আন্না গোল করে দলকে স্বস্তি এনে দেন। এরপর আর কোনো গোল হয়নি ম্যাচের নির্ধারিত সময়ে।
নির্ধারিত সময়ে সমতায় থাকায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ভারতের তিনটি শট টেকিয়ে দিয়ে ম্যাচ জয়ের মূল তারকা বনে যান বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম। টাইব্রেকারে বাংলাদেশ ৩টি গোল করতে পারে, আর ভারত করতে পারে ২টি মাত্র। এতেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন বনে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা































Discussion about this post