স্পোর্টস ডেস্কঃ টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক লাফে ২৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। এছাড়া ১৭ ধাপ এগিয়েছেন আরেক ব্যাটার মুমিনুল হক। বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পাওয়া সাবেক অধিনায়ক মুমিনুল উঠেছেন ৫৩ নম্বরে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি পাওয়া শান্ত ২৫ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার সেরা ৫৪তম স্থানে। এদিকে অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেনকে হটিয়ে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট।
এছাড়া ইংল্যান্ডের হ্যারি ব্রুক ৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে উঠে এসেছেন। তবে ৩ ধাপ পিছিয়ে ৩০তম স্থানে নেমে গেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। আর ২ ধাপ পিছিয়ে বর্তমানে ৩২তম স্থানে রয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলামের। দুই ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন মিরাজ। প্রথম ইনিংসে ৯ ওভারে স্রেফ ১৫ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই অফ স্পিনার দ্বিতীয় ইনিংসে ৫ রানে নেন একটি।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটার মধ্যে শীর্ষে আছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিকদের নেতৃত্ব দেওয়া ডানহাতি ব্যাটার আছেন ১৮ নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post