স্পোর্টস ডেস্কঃ ঐতিহ্যবাহী অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ অর্থাৎ, ২৮ জুন, বুধবার থেকে। ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে শুরু হবে ম্যাচ। এর আগে ইতিমধ্যেই হয়ে গেছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল।
এই ম্যাচে একাদশে নিশ্চিত পরিবর্তন আসছে, একদিন আগেই জানিয়ে দিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টনে প্রথম টেস্টে হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন মঈন আলি। তার পরিবর্তে এই ম্যাচে খেলতে নামছেন পেসার জশ টাং।
এদিকে অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন মিচেল স্টার্ক। অ্যাশেজের প্রথম টেস্টে খেলেননি তিনি। সেই জায়গায় স্কট বোল্যান্ডকে একাদশে দেখা গিয়েছিল। তবে এই ম্যাচে বোল্যান্ড বাদ পড়েছেন। একাদশে এসেছেন স্টার্ক।
ইংল্যান্ড একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, জশ টাং ও জেমস অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়া একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post