স্পোর্টস ডেস্কঃ ঐতিহ্যবাহী অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে কাল অর্থাৎ, ২৮ জুন থেকে। আর সেই ম্যচে ইংল্যান্ডের একাদশে নিশ্চিত পরিবর্তন আসতে যাচ্ছে, এর ইঙ্গিত মিলেছিল আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টনে প্রথম টেস্টে হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন মঈন আলি। অবসর ভেঙে টেস্টে ফেরা সুখকর হয়নি।
সেই মঈনের পরিবর্তে একাদশে নিজেদের বদলি জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। ম্যাচের আগের দিন দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড দল। যেখানে দেখা যাচ্ছে, ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে মঈন আলির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জশ টাং।
ডানহাতি পেসার টাং ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন। চলতি জুন মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লর্ডসে অভিষেক হয় টাংয়ের। আর অভিষেকেই করেছিলেন বাজিমাত। ২৫ বছর বয়সী ক্রিকেটার শিকার করেন ৫ উইকেট। অভিষেকেই আলো ছড়ানো টাং এবার অ্যাশেজে খেলার সুযোগ পাচ্ছেন।
টাংয়ের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ইংল্যান্ড দল পুরোপুরি পেস নির্ভর একাদশ নিয়ে মাঠে নামছে। একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। দলের মুল বোলিং লাইনআপে যারা আছেন, সবাই পেসার।
ইংল্যান্ড একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, জশ টাং ও জেমস অ্যান্ডারসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post