স্পোর্টস ডেস্কঃ বুধবার থেকে শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে বড় এক শঙ্কার মেঘ অস্ট্রেলিয়া শিবিরে। ম্যাচের দ্বিতীয় দিন চোট পেয়ে মাঠ ছাড়েন নাথান লায়ন। এই স্পিনারের চোট বেশ গুরুতরই মনে হচ্ছে খালি চোখে। তবে পর্যবেক্ষণে আছেন তিনি।
মূল ঘটনা ম্যাচের দ্বিতীয় দিনে চা-বিরতির পর। ইংল্যান্ড তখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছিল। ৩৭তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে বেন ডাকেটের মারা শটে স্কয়ার লেগে ক্যাচের জন্য ছুটেন লায়ন। এরপরই ডান পায়ের হ্যামিস্ট্রিংয়ে টান লেগে যায়।ফিল্ডিং শেষ করার পর, খোঁড়াতে দেখা যায় তাঁকে। খানিক পর ফিজিওর প্রাথমিক চিকিৎসা শেষে কাঁধে ভর করে মাঠ ছেড়ে বেরিয়ে যান। সেসময় লায়নের চোখে-মুখে ব্যাথার অভিব্যক্তি দেখা গিয়েছিল।
দিনের খেলা শেষে স্টিভ স্মিথ এই চোট নিয়ে নতুন কোনো আপডেট দিতে পারেননি। স্মিথ জানিয়েছেন, খালি চোখে দেখে ভালো মনে হয়নি তাদেরও। তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। পর্যবেক্ষণে রয়েছেন এখন লায়ন। যদিও খারাপ কোনো সংবাদ আসে, সেটা যে তাদের জন্য বিশাল বড় এক ধাক্কা হবে, সেটিও জানিয়ে রেখেছেন।
স্মিথ বলেন, ‘দেখে অবশ্যই ভালো মনে হয়নি। ম্যাচের বাকিটুকুর জন্য তাঁর অবস্থা খুব ভালো মনে হয়নি। এখনও নিশ্চিত না যে, তাঁর অবস্থা মূলত কেমন। তবে সে যদি ভালো না থাকে, আমাদের জন্য অবশ্যই বিরাট ধাক্কা হবে।’
মূলত স্ক্যান করানোর পরই নিশ্চিত হওয়া যাবে লায়ন সম্পর্কে, তিনি খেলতে পারবেন কি না। এদিকে এই ম্যাচের একাদশে নাম লিখিয়েই নতুন এক কীর্তি গড়েছিলেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার এই স্পিনার, টেস্ট ক্রিকেট ইতিহাসে কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে একটি দলের টানা ১০০ ম্যাচ খেলা প্রথম এবং একমাত্র ক্রিকেটার হওয়ার মাইলফলক গড়েন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post