স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। গত রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। গাব্রিয়েল মাগালিয়াইস দলকে এগিয়ে নেওয়ার পর প্যালেস গোলরক্ষকের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। এরপর দ্বিতীয়ার্ধে লিয়ান্দ্রো ট্রোসার্ড ব্যবধান আরও বাড়ানোর পর শেষ দিকে দুই গোল করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
প্রথম গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়নি আর্সেনালকে। ম্যাচের ১১তম মিনিটে ডেকলান রাইসের ক্রসে বক্সে বল পেয়ে দারুণ হেডে দলকে এগিয়ে নেন গাব্রিয়েল। পরের গোলটিতেও অবদান রাখেন তিনি। ডান দিক থেকে বুকায়ো সাকার ক্রসে হেড করেন গাব্রিয়েল, প্যালেসের গোলরক্ষকের গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়।
আর্সেনাল নিজেদের তৃতীয় গোলের দেখা পায় ৫৯তম মিনিটে। গাব্রিয়েল জেসুসের পাস বক্সে পেয়ে ডান পয়ের শটে গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড। শেষদিকে আরও দুই গোলের দেখা পায় স্বাগতিকরা।যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেল্লি। পরের মিনিটেই আবারও গোলের দেখা পান তিনি। জর্জিনিয়োর পাস ধরে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই জয়ে ২১ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল একটি ম্যাচ কম খেলেছে। চারে নেমে যাওয়া অ্যাস্টন ভিলার পয়েন্টও সমান ৪৩। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। শিরোপার দৌড়ে ভালোভাবে এগিয়ে আছে ইয়ের্গুন ক্লপের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post