স্পোর্টস ডেস্কঃ আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গেছে, গানাররা ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।
এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। পারে নি সবশেষ মৌসুমেও। মিকেল আর্তেতার অধীনে দারুণ ছন্দে আছে ছিল শুরুতে। তবে লিগের শেষদিকে এসে খেই হারান এমিরেটস স্টেডিয়ামের দলটি। ম্যানচেস্টার সিটি জিতে নেয় আরেকটি লিগ শিরোপা।
আর শিরোপা না জেতার যন্ত্রণা এখনও পোড়াচ্ছে আর্সেনাল কোচকে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার সঙ্গে সাক্ষাৎকারে আর্তেতা বলেন, ‘কৃতিত্ব হতো যদি জিততে পারতাম। এটা আর্সেনাল এবং এখানে চাওয়াটা সবসময়ই অনেক উঁচু। ১০ মাস সিটির সঙ্গে লড়াইয়ের পরও প্রিমিয়ার লিগ জিততে না পারা এখনও আমাকে কষ্ট দিচ্ছে।’
২০ বছরের শিরোপা খরা কাটানোর প্রবল সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত এবারে পারেনি আর্সেনাল। তবে কোচ তৃপ্ত যা করতে পেরেছেন তাতে। আর্তেতা বলেন, ‘খেলার ধরনই এরকম। আক্ষেপ থাকলেও এতটা তরুণ দল নিয়ে (লিগের সবচেয়ে কম বয়সী স্কোয়াড ছিল আর্সেনালের) আমরা যা অর্জন করেছি, সেটাও কম নয়। এটা আমার কাছে পরিষ্কার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post