স্পোর্টস ডেস্কঃ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আর এই আসরের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। শনিবার সিলেটে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটিতে বড় জয়ও পেয়েছে টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস তোলে ১৩৬ রানের পুঁজি। জবাব দিতে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। ফিফটি হাকিয়ে ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন অধিনায়ক লিটন দাস। এর আগে বল হাতে ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করে বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল স্পিডস্টার তাসকিন আহমেদ। ম্যাচসেরাও হয়েছেন তিনিই।
এই ম্যাচ দিয়ে অনেক দিন পর রানের দেখা পেয়েছেন লিটন। তার রানে ফেরাটা যে দলের জন্য ভালো ব্যাপার, তা-ও স্বীকার করলেন তাসকিন। ম্যাচ সেরা হওয়া এই পেসার সংবাদ সম্মেলনে বলেন, ‘লিটনের রান করা আমাদের জন্য ভালো, ও রানে ফিরছে এটা ভালো লাগছে। পাওয়ার হিটিংয়েও সবার ইম্প্রুভ হচ্ছে। জুলিয়ান উড বেশিদিন হয়নি যে এসেছে, কিন্তু কয়েক দিনে তার পরিকল্পনা কাজে দিয়েছে।’
তাসকিন বলেন, ‘আমরা ডমিনিটিং ক্রিকেট খেলেছি, সবাই সবার জায়গা থেকে ভালো খেলেছে তাই ভালো জয় পেয়েছি। আমাদের প্ল্যান ছিল শুরুতে রান তোলা, টপ অর্ডার রান করেছে, লিটন ভালো খেলেছে, ভালো জয় এসেছে। সবাই সবার জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করেছে, অনুশীলনে সর্বোচ্চ দিচ্ছে তার ফল পাচ্ছে। এমনভাবে চললে আমরা আরো ভালো করবো।’