স্পোর্টস ডেস্কঃ ইউরোপা লিগের শেষ ষোলোর লড়াইয়ে বায়ার লেভারকুজেন প্রথম লেগে কারাবাগের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় লেগে জিতেছে। গত রাতে তারা রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জয় পেয়ে শেষ আট নিশ্চিত করেছে। তাতে দারুণ এক রেকর্ড গড়েছে জাবি আলোন্সোর দল।
এদিকে গত রাতে শেষ আট নিশ্চিত হয়েছে লিভারপুলেরও। সবচেয়ে সহজভাবে শেষ আটে উঠেছে ইংলিশ জায়ান্টরা। স্পার্তা প্রাহাকে তারা দুই লেগ মিলিয়ে ১১-২ গোলে হারিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় লেগে ইয়ের্গুন ক্লপের দল জয় পায় ৬-১ গোলে। এদিকে লেভারকুজেনের বিপক্ষে দ্বিতীয় লেগে ৬৭ মিনিটের মাথায় ২-০ গোলের লিড নেয় কারাবাগ।
কিন্তু এই লেভারকুজেন এত সহজে হার মানেনি। ১০ জনের কারাবাগের ওপর সুনামি বয়ে দিয়ে যোগ করা সময়ে দুই গোল পায় জাবির দল। যার শেষটি আসে শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে। প্যাট্রিক শিকের জোড়া গোলে বিদায়ের পথে থাকা লেভারকুজেন পেল ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয়। এ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার রেকর্ডটিকে ৩৭ ম্যাচে নিয়ে গেল জার্মান ক্লাবটি।
এদিকে ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই লিভারপুলকে লিড এনে দেন দারউইন নুনেজ। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে অরক্ষিত থাকা নুনেজের উদ্দেশে পাস দেন সোবোজলাই। ডান পায়ের নিঁখুত শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ান স্ট্রাইকার। পরের মিনিটেই ঘরের মাঠের সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে দেন ববি ক্লার্ক। প্রতিপক্ষের রক্ষণে ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল কেড়ে নিয়ে ডি-বক্সে পাস দেন সালাহ। এগিয়ে এসে জাল কাঁপান ক্লার্ক।
দুই মিনিট না যেতে এবার অ্যাসিস্টের ভূমিকায় ক্লার্ক আর গোল করেন সালাহ। এবারও ভুলের মাশুল দেয় স্পার্তা। ডিফেন্ডারদের থেকে বল কেড়ে নেন ক্লার্ক। বল দখলে নিয়ে বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান মিশরের ফরোয়ার্ড। ১৪তম মিনিটে ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে সালাহ পাস দেন কোডি গাকপোকে। তার শট ঠেকাতে ব্যর্থ হন স্পার্তার গোলরক্ষক। ৪২তম মিনিটে প্রেসিয়াদোর পাস থেকে গোল করে ব্যবধান কমান ভেজকো বিরমানসেভিচ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও সালাহর ঝলক। ৪৮তম মিনিটে তার পাস দখলে নিয়ে বক্সে ঢুকে বল জালে জড়ান ডমিনিক সোবোজলাই। ছয় মিনিট পর ম্যাচে নিজের জোড়া গোল তুলে নেন গাকপো। বক্সের বাইরে থেকে ইলিয়টের নিচু শট আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি। বাকি সময়ে স্পার্তার জালে জড়ায়নি আর কোনো বল। তাতে ৬-১ ব্যবধানে জয় তুলে নেয় লিভারপুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post