স্পোর্টস ডেস্কঃ লিভারপুলের রাইট-ব্যাক কালভিন রামসে নাম লেখালেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগে। চোটের কারণে সদ্য শেষ হওয়া মৌসুমে অলরেডদের হয়ে মাত্র ২ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। স্কটল্যান্ডের হয়ে খেলা এই ডিফেন্ডার গত বছরের জুনে স্কটিশ ক্লাব অ্যাবারডিন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন।
চ্যাম্পিয়নশিপের ক্লাব প্রিস্টন নর্থ এন্ডে খেলবেন রামসে। মূলত ম্যাচ খেলার সুযোগ পাওয়ার আশ্বাসে তিনি ইংল্যান্ডের শীর্ষ স্তরের ক্লাব ছেড়েছেন। নতুন ক্লাবে যোগ দিচ্ছেন ধারে, এক মৌসুমের জন্য। রামসে এক বিবৃতিতে বলেন, ‘আমার জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক ভাবে সময়টা কাজে লাগিয়ে মাঠে নিজেকে প্রমাণ করা। এজন্য কিছু সময়ের প্রয়োজন। একটি ভাল ক্লাবে গেলেই কেবলমাত্র আমি নিজেকে গড়ে তুলতে পারবো। মূল দলে খেলার অপেক্ষা আর শেষ হচ্ছেনা।’
রামসে সর্বশেষ গত নভেম্বরে নাপোলি ও ডার্বি কাউন্টির বিপক্ষে লিভারপুলের জার্সিতে খেলেছিলেন।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে কোচ ইয়ের্গুন ক্লপ তাঁকে নাপোলির বিপক্ষে ম্যাচের শেষ ভাগে বদলী হিসেবে মাঠে নামিয়েছিলেন। এরপর কারাবাও কাপে ডার্বির বিরুদ্ধে মূল দলে খেলেছেন তিনি।
গত নভেম্বরে তুরষ্কের বিরুদ্ধে স্কটল্যান্ডের জাতীয় দলেও অভিষেক হয়েছে রামসের। এদিকে প্রিস্টনের কোচ রায়ান লো বলেন, ‘আমি সত্যিই সন্তুষ্ট যে আমরা এক মৌসুম ধারে রামসেকে দলে নিতে পেরেছি। সে আমাদের দলের এমন একটি অবস্থান পূরণ করেছেন যা আমরা পূরণ করতে চেয়েছিলাম। আমরা ভালো একজন রাইট ব্যাক পেয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post