নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী লেবাননকে ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ। পিছিয়ে পড়া দলকে দারুণ গোলে সমতায় ফিরিয়ে ম্যাচের নায়ক শেখ মোরসালিন। র্যাঙ্কিংয়ে ১০৪তম স্থানে থাকা প্রতিপক্ষকে প্রথামার্ধে বেশ চাপে রাখে হাবিয়ের কাবরেরার দল। স্বস্তির ড্র’য়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় এখনও অপরাজিত লাল সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তানের সঙ্গে দুই ম্যাচ ও মালদ্বীপের বিপক্ষে এক ম্যাচ খেলেছে বাংলাদেশ কিংস অ্যারেনায়। এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিন ড্র ও একটি জয়।
মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজান বাংলাদেশ কোচ কাবরেরা। ম্যাচের ২৪তম মিনিটে বিশ্বনাথ ঘোষের দুর্বল হেড সহজেই ধরেন লেবাননের গোলরক্ষক মোস্তাফা মাতার। ৩৪তম মিনিটে ডান দিক থেকে ফাহিমের ক্রস বক্সে অরক্ষিত মোরসালিনের পায়ের কাছে বল পড়লেও শট নিতে পারেননি। তিন মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল অতিথি দলটির সামনে। বক্সের মাথা থেকে নেওয়া জিহাদ আইয়ুবের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
বিরতির আগে আবার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। আবার সেই মোরসালিন সহজ সুযোগ নষ্ট করেছেন। ডান দিক থেকে ফাহিমের নিচু ক্রস ছোট বক্স থেকে বল-পায়ে সংযোগ ঘটাতে পারেননি মোরসালিন। তার পায়ে লেগে বল ক্রস বারের উপর দিয়ে গেলে হতাশা বাড়ে বাংলাদেশের। এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে খেলেছে স্বাগতিকরা।
আগের ম্যাচে বাংলাদেশ একাদশে থাকা সাদ উদ্দিন ও রাকিব হোসেন নেই এই ম্যাচে নিষিদ্ধ। তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন মদ কান্ডে ক্লাব ও জাতীয় দলে নিষিদ্ধ ছিলেন। আর্থিক জরিমানায় ছাড় পাওয়ায় তার আবার জাতীয় দলের দরজা খুলেছে। গত ম্যাচে খেলেছিলেন বদলি হয়ে। রাকিবের অনুপস্থিতিতে আজ সুযোগ পান শুরুর একাদশেই। আর সুযোগ পেয়েই বাংলাদেশের ত্রাতা উঠতি এই তারকা।
গোলশূন্য প্রথমার্ধের আগে অস্বস্তি বোধ করায় মিতুল মারমার বদলে মেহেদী হাসান শ্রাবণকে মাঠে নামান বাংলাদেশ কোচ কাবরেরা। অধিনায়ক জামালকে ৬১তম মিনিটে তুলে রবিউল হাসানকে নামান এই স্প্যানিশ কোচ। পাঁচ মিনিট পর ছয় গজ বক্সে শাকিল প্রতিহত করেন লেবাননের একটি আক্রমণ। একটু পরই তালগোল পাকিয়ে গোল হজম করে বাংলাদেশ। বক্সের ভেতরে কাজী তারিক রায়হান বল ক্লিয়ার করার পর পুরোপুরি বিপদমুক্ত করার সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ ও শ্রাবণ। দুজনের বোঝাপড়ার ঘাটতির সুযোগ বল পেয়ে যান ওসমান, কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন খানিক আগে বদলি নামা এই ফরোয়ার্ড। ফলে হারের শঙ্কায় হতাশ হয়ে পড়েছিল কিংস অ্যারেনায় উপস্থিত দর্শকরা।
কিন্তু মোরসালিন দুর্দান্ত এক গোলে তাদের মুখে হাসি ফোটালেন। আর শেষ পর্যন্ত র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে ড্র করেছে আগের ম্যাচে অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলে হারা বাংলাদেশ। ৬৪তম মিনিটে মাঠে নামেন লেবাননের মাজেদ ওসমান। মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল পেয়ে যান এই ফুটবলার। স্বাগতিক গোলরক্ষক শ্রাবণের ভুলেই গোল করেন তিনি। এরপর ৭২তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন। এই ফরোয়ার্ডের বুলেট গতির শট ঠিকানা খোঁজে নেয়। উল্লাসে ফেটে পড়ে কিংস অ্যারেনা।
এরপর ৮৮তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন মোরসালিন। রফিকুলের বাড়ানো বল প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিতে পারেননি ঠিকঠাক। পরে শট নিলেও বল কাঁপায় বাইরের জাল। বাকি সময়ে মেলেনি আর কোনো সুযোগ। এই ড্রয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। লেবানন আগের ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে ড্র করে। দুই ম্যাচে তাদের পয়েন্ট ২। তবে ঢাকায় জয়ের আশা নিয়েই এসেছিল লেবানন। সেই জয় না পাওয়া তাঁদের কাছে হতাশাই। ম্যাচ শেষে দলটির ক্রোয়েশিয়ান কোচ এমনটিই জানিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post