স্পোর্টস ডেস্ক:: সাফে প্রথমবারের মতো অতিথি দল অংশ নিয়েছে। লেবানন ও কুয়েতকে আমন্ত্রণ জানানো হয় এবারের সাফে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এবারের আসরকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা হচ্ছে। অতিথি দল দু’টিই সাফে সবচেয়ে শক্তিশালী দল।
ফিফা র্যাঙ্কিংয়ে লেবানন অনেক উপরে। তলানিতে থাকা বাংলাদেশের ‘কঠিন’ পরীক্ষা নেবে অতিথি দলটি। বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, তার দল জিততে চায়। জেতার জন্যই খেলবেন তারা। বাংলাদেশ দল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে প্রত্যাশা জামাল ভুঁইয়াদের কোচ হ্যাভিয়ের কাবরেরা।
আগামি ২২ জুন সাফে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী লেবানন। সাফে যাওয়ার আগে বাংলাদেশ দল কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলেছে। স্বাগতিকদের বিপক্ষে জয় নিয়েই ভারতে গেছে জামালরা। বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলছেন এই জয় আত্মবিশ্বাস যোগাবে ছেলেদের। তিনি বলেন, ‘কম্বোডিয়ায় আমরা দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছি। আশা করি এই আত্মবিশ্বাস আমাদের আরও ভালো খেলতে সাহয্য করবে। ’
বাংলাদেশ দল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বে জানিয়ে ক্যাবরেরা বলেন ‘লেবাননেরর বিপক্ষে আমারা রক্ষণাত্মক কৌশলে খেলবো। তাদের বিপক্ষে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাই। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post