স্পোর্টস ডেস্কঃ হ্যারি কেইনের জোড়া গোলে হেইদেনহেমকে হারিয়ে জার্মান বুন্দেস লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের জয় ৪-২ গোলে। কেইনের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন রাফায়েল গুয়েরেইরো ও চোপো মটিং। হেইদেনহেমের হয়ে একটি করে গোল করেছেন টিম ক্লেইনডেনস্ট ও নিকলাস বেস্তে।
টটেনহাম থেকে এ মৌসুমে বায়ার্ন মিউনিখে আসা কেইন শুরু থেকেই আছেন দারুণ ছন্দে। ম্যাচের পর ম্যাচে গোলও করে যাচ্ছেন তিনি। গতকাল জোড়া গোল করার আগে সবশেষ দুই ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। সব মিলিয়ে ১১ লিগ ম্যাচে তাঁর গোল সংখ্যা এখন ১৭, যা কি না ১১ ম্যাচ শেষে বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ গোল করেছিলেন রবার্ত লেভানডফস্কি। এবার লেভার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন ইংলিশ অধিনায়ক।
এ জয়ের ফলে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। এক ম্যাচ কম খেলা বায়ার লেভারকুসেন ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দুই নম্বরে। হেইদেনহেম ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে তালিকার ১৩ নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post