স্পোর্টস ডেস্কঃ আহামরি পারফর্ম না করেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। বর্তমান জাতীয় দলে চমকের এই নাম দিয়েই সাকিব আল হাসানের অভাব মেটাতে চান টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ অধিনায়কের বাজির নাম সৌম্য।
গত মাসে শেষ হওয়া ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব। যে কারণে তিনি খেলতে পারেননি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে। এখনও সেরে না ওঠায় কিউই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও নেই তিনি। তার অনুপস্থিতি সৌম্যকে ব্যবহার করতে চায় দল। এমনটাই জানালেন শান্ত।
শনিবার ডানেডিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আলাদা কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই না। প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ। সৌম্যর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার মনে হয় যে ওনার বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সাথে। যেহেতু সাকিব ভাই নাই। তাই ব্যাটিংয়ের সাথে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর তাকে এই চিন্তা করেই অন্তর্ভুক্ত করেছে। সাথে তো অভিজ্ঞতা আছেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post