স্পোর্টস ডেস্কঃ বিপিএলে গেল মৌসুমে অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত’র উপর ভরসা রেখেছিল নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স। বাকি গল্পটা সবারই জানা। দুর্দান্ত মৌসুম কাটিয়ে রেকর্ড ৫১৬ রান করে বিপিএল সেরা হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। সিলেটের ফাইনাল খেলার পেছনে অবদান ছিল শান্ত’র।
তবে সেই ক্রিকেটার এবারের আসরে যেন নিজেকে হারিয়ে খুঁজেছেন। সরাসরি চুক্তিতে তাকে দলে রেখে দিয়ে প্রত্যাশামতো পারফরম্যান্স পায়নি স্ট্রাইকার্সরা। শান্ত লিগ পর্বের ১২ ম্যাচ খেলে মাত্র ১৪.৫৮ গড় ও ৯৩.৫৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন কেবল। ইতিমধ্যেই শেষ হয়েছে সিলেটের টুর্নামেন্ট, শান্ত’র খেলাও হচ্ছে না আপাতত।
দল হিসেবে শান্ত’র পারফরম্যান্স মিস করেছে সিলেট স্ট্রাইকার্স, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে শান্ত’র পাশেই আছেন তিনি। জানিয়েছেন অনেক চেষ্টা করেছেন শান্ত, কিন্তু কোনো কারণে হয়নি। শান্তকে বড় ক্রিকেটার মানছেন সিলেট অধিনায়ক, খুব দ্রুতই ফিরবেন বলে আশাও প্রকাশ করেছেন।
নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘আপনারা জানেন ও কত বড় খেলোয়াড়। সম্প্রতি ও বাংলাদেশের তিন সংস্করণেই অধিনায়ক। আমাদেরও আশা ওর ওপর অনেক বেশি ছিল। ও চেষ্টা কম করেনি, ও ওর দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে।’
‘কিন্তু হয়নি, সবসময় সবকিছু সবার হাতে থাকে না যে, চাইলেই ও ব্যাক করবে শক্তিশালি হয়ে। ওর চেষ্টার কমতি ছিল না। দলে ওর সাপোর্ট ছিল। অবশ্যই দল হিসেবে ওর সার্ভিসটা আমরা মিস করেছি। আমরা সবাই জানি ও বড় ক্রিকেটার। আশা করি খুব তাড়াতাড়ি ও কামব্যাক করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post