স্পোর্টস ডেস্কঃ বছরের শেষটায় বেশ ভালোভাবেই পার করেছে বাংলাদেশ দল। একেবারে শেষ দিনে এসে হারলেও, তিনটি দারুণ জয় এসেছে টাইগারদের। যার সবগুলোই নিউজিল্যান্ডের বিপক্ষে, সবগুলোই ইতিহাস। প্রথমবারের মতো টেস্টে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হারানো, প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাঠে হারানো, প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাঠে টি-টোয়েন্টিতে হারানো।
এতসব কীর্তি গড়েছে বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। সাকিব না থাকায়, অন্তবর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পেয়ে দুর্দান্ত করছেন শান্ত। তার নেতৃত্ব গুণাবলী ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সবার সামনে। দলকে ঐক্যবদ্ধ রাখা, আত্মবিশ্বাস তুঙ্গে রাখা, কিছু করে দেখানোর মানসিকতায় মুগ্ধ সবাই।
তাই ইতিমধ্যেই আলোচনা উঠেছে, ভবিষ্যতে নেতৃত্বে শান্তকে বিবেচনায় নিয়ে। এমনিতে সিনিয়রদের সময় ফুরিয়ে আসছে, তার উপর নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেতৃত্বে না থাকার কথাও বলেছেন। সেই জায়গায় ভালো করা শান্তকে তাই ভবিষ্যত অধিনায়ক হিসেবেই আলোচনায় আছেন।
শান্তর নেতৃত্ব গুণ নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তিনি মনে করেন শান্ত যথেষ্ট প্রমাণ করেছেন নিজেকে। বোর্ড বেশ ভালোভাবেই দেখবে বিষয়টি। তবে ভবিষ্যত নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত পুরোপুরি বোর্ডের উপরই ছেড়ে দিতে চান তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘সে অনেক ভালো করেছে। কৌশলগতভাবে সে অধিকাংশ সময়েই সঠিক ছিল। দলের কাছে কী আশা করে, কী চায় সে, খেলোয়াড়দের এই বার্তা দেওয়ার ক্ষেত্রে একেবারেই পরিষ্কার ছিল।’
লঙ্কান কোচ আরও বলেন, ‘আমি মনে করি, তারা (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) খুব ভালোভাবেই চিন্তা করবে (শান্তর অধিনায়কত্ব নিয়ে)। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। তবে শান্ত নিজেকে যথেষ্ট প্রমাণ করেছে, তাকে গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post