স্পোর্টস ডেস্ক:: ভারতীয় পেসার মোহাম্মদ শামির ক্যারিয়ার নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তবে তিনি এখনো জাতীয় দলে তার একটি স্বপ্ন পূরণের অপেক্ষায় আছেন। আগামি সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের দলে জায়গা পাননি শামি। সদ্য সমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দলে জায়গা পাননি তিনি।
তবেও দমে যাননি শামি। তিনি এখনো স্বপ্ন দেখেন ভারতের জার্সিতে ওয়ানডে বিশ্বকাপ জয়ের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনাল খেলেছিলো ভারত। তবে অস্ট্রেলিয়ার কাছে সেই ফাইনালের হারের ক্ষত এখনো শামির মনে। ভারতের এই পেসার সম্প্রতি দেশটির একটি গণমাধ্যমকে বলেন, ‘আমার জীবনে এখন শুধু একটি স্বপ্ন বাকি আছে, তা হলো ওয়ানডে বিশ্বকাপ জেতা। আমি চাই সেই দলের অংশ হতে, এমন পারফরম্যান্স করতে যা ভারতের হাতে বিশ্বকাপ এনে দেবে। আমরা ২০২৩-এ খুব কাছে গিয়েছিলাম (ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল)। ভেতরে এক ধরনের অনুভূতি ছিল, তবে একই সঙ্গে ভয়ও ছিল। আমরা টানা জিতছিলাম আর সামনে ছিল নকআউট পর্ব। ভয় কাজ করছিল। তবে সমর্থকদের উৎসাহ ও বিশ্বাস আমাদের এগিয়ে দিয়েছিল। সেই স্বপ্নটা পূরণ হতে পারত, হয়তো তা আমার ভাগ্যে ছিল না।’
ভারতীয় দলে নেই, তার অবসর নিয়ে গুঞ্জন চলছে। জবাবে তিনি বলেন, ‘ যেদিন মনে হবে খেলাটা আর আমাকে আনন্দ দিচ্ছে না, অনুপ্রেরণা দিচ্ছে না, সেদিনই অবসর নেব। তার আগে যদি আন্তর্জাতিক দলে জায়গা না-ও হয়, আমি দেশীয় ক্রিকেট বা অন্য কোথাও খেলে যাব।’ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ করতে চান তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০