নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হলো শাহাদাত হোসেন দিপুর। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টেস্ট ক্যাপ পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। টাইগারদের ১০২তম টেস্ট ক্রিকেটার তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৬.৩৯ গড়ে ১৩৮৩ রান করেছেন শাহাদাত। ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারের অভিষেক ম্যাচে তিন স্পিনারের সঙ্গে এক পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসানের সঙ্গে বোলিং আক্রমণে আছেন শরিফুল ইসলাম।
চোটের কারণে সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহেমদ ও এবাদত হোসেনকে পাচ্ছে না বাংলাদেশ। ফলে একরকম অনভিজ্ঞ দল নিয়েই খেলতে নেমেছে টাইগাররা। বিপরীতে নিউজিল্যান্ড পূর্ণশক্তির দল। আজ তাদের একাদশেও আছেন তিন অভিজ্ঞ স্পিনার। দলে আছে দুই পেসারও। অধিনায়ক টিম সাউদির সঙ্গে আছেন কাইল জেমিসন। অ্যাজাজ পাটেল-ইশ সোধীর সাথে গ্লেন ফিলিপ্সও বল ঘোরাবেন আজ।
বাংলাদেশের একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাঈম হাসান।
নিউজিল্যান্ড একাদশ- টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি ও অ্যাজাজ পাটেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post