স্পোর্টস ডেস্ত:: শুরুতে ভারত সরকারের ভিসা দিতে অনীহা, নানা ‘জঠীলতা’ পেরিয়ে অবশেষে ভারতে যায় পাকিস্তান। সকালে ভারত পৌঁছে বিকেলেই ম্যাচও খেলে দলটি। তবে ভারত সফর সুখকর হয়নি পাকিস্তানের।
সাফে অংশ নিয়ে শুন্য হাতেই বাড়ি ফিরলো পাকিস্তান দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে কুয়েতের কাছেও হার। সবশেষ নেপালের কাছেও হার। দুঃসহ এক সফর শেষে দেশে ফিরছে পাকিস্তান দল।
সাফ উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। ৪-০ গোলে হারে। এক হালি হজমের এই ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও থেকে যায় দলটির। কুয়েতের কাছেও হজম করে চার গোল। সবশেষ নেপালের কাছে হারলো ১-০ ব্যবধানে।
ভারত ও পাকিস্তানের সরকারের বৈরিতার কারণে দুই দেশের স্বাভাবিক ক্রীড়া কার্যক্রম বন্ধ দীর্ঘ দিন থেকে। কেবল মাত্র বৈশ্বিক আসরগুলোতে মুখোমুখি হয়ে থাকে এই দুই দেশ। এসব টুর্নামেন্টেও অংশ গ্রহণ নিয়ে নানা জঠীলতা হয়, নাটক হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post