স্পোর্টস ডেস্কঃ আসন্ন আইপিএলের শুরুর ভাগে জস হ্যাজেলউডকে পাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাম পায়ের চোটের কারণে খেলা হবে না তার। এখনও ভারতেও যাননি অস্ট্রেলিয়ার এই পেসার। গত মৌসুমে ব্যাঙ্গালোরের হয়ে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন এই অজি ক্রিকেটার।
একিলিস স্ট্রেইনের কারণে হ্যাজলউড এই মৌসুমের শুরু থেকে খেলতে পারছেন না। এই চোটে অনেক দিন ধরেই ভুগছেন তিনি। অস্ট্রেলিয়ার এই পেসার খেলতে পারেননি বোর্ডার গাভাস্কার ট্রফিতেও। এবার আইপিএল শুরুতে তাঁর সার্ভিস পাবে না ফাফ ডু প্লেসি-বিরাট কোহলিদের ব্যাঙ্গালোর।
ক্রিকেট ডট কম ডট ইইউ জানিয়েছে, চোট এখনও না সারায় অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন হ্যাজেলউড। অর্থাৎ, ভারতে ব্যাঙ্গালোর দলের সঙ্গে এখনও যোগও দেননি অভিজ্ঞ এই পেসার। তবে চোট কাটিয়ে উঠলে মৌসুমের পরের ভাগে তাকে দলের সঙ্গে পাবে ব্যাঙ্গালোর।
৩১ মার্চ (শুক্রবার) থেকে শুরু হতে যাওয়া আইপিএলে ব্যাঙ্গালোর তাদের অভিযান শুরু করবে ঘরের মাঠে। আগামী ২ এপ্রিল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। তার আগে জোরদার প্রস্তুতিতে ব্যস্ত ব্যাঙ্গালোর শিবির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post