স্পোর্টস ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আগামী মৌসুমের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। জানিয়েছেন, দুই বছরের চুক্তিতে ধানমন্ডিতে যাচ্ছেন তিনি।
শনিবার সন্ধ্যায় বিজয় দিবসের অনুষ্ঠানে শেখ জামাল ক্লাবে উপস্থিত হয়েছিলেন সাকিব। সেখানে ক্লাবের নতুন ইনডোর উদ্বোধন করেছেন তিনি। সে সময় নিজেই জানান নতুন চুক্তির কথা। সাকিব বলেন, ‘এই দলের অংশ হতে পেরে আমি খুবই খুশি। আশা করি শেখ জামালের হয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আমি দুই বছর তাদের হয়ে খেলবো। চেষ্টা থাকবে আমাদের পুরো দলের।’
ডিপিএলের ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামাল। সবশেষ ২০২২-২৩ আসরে লিগে শেষ ম্যাচ হেরে রানার্স-আপ হয় তারা। এবার সাকিবকে অন্তর্ভুক্ত করে শিরোপার লড়াইয়ে থাকার সম্ভাবনা আরও জোরাল করল ক্লাবটি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার সঙ্গে নতুন করে রাজনীতিতে নাম লেখানো সাকিব প্রিমিয়ার লিগে কতটা সময় দিতে পারবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও আশার খবর, আইপিএল বা পিএসএলে তিনি না থাকায় অনেক দিন পর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হয়তো দেখা যেতে পারে সাকিবকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post