স্পোর্টস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ সময় সঙ্গে ছিল তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। অভিজ্ঞ এই ওপেনার বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছরের জুলাইয়ে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও অভিমান করে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাননি এই ক্রিকেটার। সেসব ঘটনার অনেকদিন পেরোনোর পর আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের এই সাক্ষাৎ নিয়ে ভক্তদের মনে বেশকিছু প্রশ্নের জন্ম হয়েছে।
ঠিক কী কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এদিকে আজকে তামিমের করা ফেসবুক পোস্টে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’ এর আগে গত জুলাইয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করার পর তামিমের মূল লক্ষ্য ছিল বিশ্বকাপ ক্রিকেটে খেলা। কিন্তু বিশ্বকাপ দলে তিনি জায়গা পাননি!
বিশ্বকাপ দলে তামিম জায়গা না পাওয়ার পর তিনি নিজে একটি ভিডিও বার্তায় বেশ কিছু অভিযোগ তুলে বলেছিলেন, ‘এই নোংরামির মধ্যে থাকতে চাই না।’ সেই সময় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে তিনি অবসরের ঘোষণা দেন। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামিম। তারপরই আবারো ক্রিকেটে ফিরবেন বলে জানান এই ওপেনার। তবে খেলা হয় নি আর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post