স্পোর্টস ডেস্কঃ শেষদিকে গুজরাট টাইটান্সের জয়ের স্বপ্ন ধূলিস্যাৎ করে দিয়েছেন পাঞ্জাবের শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর এক বল হাতে রেখে বৃহস্পতিবার রাতে রুদ্ধশ্বাস জয় পেয়েছে পাঞ্জাব কিংস। গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে তারা। ২০০ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। ২ বলে ১ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন অধিনায়ক শিখর ধাওয়ান। আরেক ওপেনার জনি বেয়ারস্টো শুরুটা দারুণ করলেও স্থায়ী হতে পারেননি। ১৩ বলে ২২ রান করে নুর আহমেদের বলে আউট হন বেয়ারস্টো। ২৪ বলে ৩৫ রান করে নুরের শিকার হন প্রভাসিমরন। দলীয় ৭০ রানে চতুর্থ উইকেট হারায় পাঞ্জাব। ৮ বলে ৫ রান করে আউট হন স্যাম কারান। জয়ের জন্য ৬৮ বলে তখনো প্রয়োজন ছিল ১৩০ রান। সেখান থেকে দলের হাল ধরেন শশাঙ্ক। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন সিকান্দার রাজা। ১৬ বলে ১৫ রান করে আউট হন তিনি।
৮ বলে ১৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লড়াইয়ে রাখেন জিতেশ শর্মা। এরপর শশাঙ্কের সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মা চার-ছক্কার ঝড় তুলেন গুজরাটের বোলারদের বিপক্ষে। শেষ পর্যন্ত সফলও হয় তারা। যদিও ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করে শেষ ওভারে গিয়ে আউট হন আশুতোষ। ৫ বলে তখন প্রয়োজন ছিল মাত্র ৭ রান। বোলার দর্শন নালকান্দে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল পাঞ্জাব শিবিরে। প্রথম তিন বলে ১ উইকেট নেয়ার পাশাপাশি মাত্র ২ রান দিয়ে তিনি গুজরাটকে শিবিরে আশা জাগিয়েছিলেন। কিন্তু চতুর্থ বলে শশাঙ্ক চার মেরে ম্যাচে কোনো নাটকীয়তা হতে দেননি। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এ ব্যাটার।
২৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক। গুজরাটের হয়ে ৩২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন নুর। এর আগে শুবমান গিলের লড়াকু ফিফটিতে দারুণ পুঁজি পেয়েছিল গুজরাট। ৪৮ বলে ৮৯ রান করেন তিনি। ৬ চার ও ৪ ছক্কা হাঁকান তিনি। রাহুল তেওয়াতিয়া করেন ৮ বলে ২৩ রান। ১৯ বলে ৩৩ রান করেন সাই সুদর্শন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post