স্পোর্টস ডেস্কঃ শেষ ওভারে তুলাধুনা করে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবার জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মঙ্গলবার সিকান্দার রাজার দল জিতেছে ৪ উইকেটে। কলম্বোয় আগে ব্যাট করে লঙ্কানরা দাঁড় করায় ১৭৩ রানের পুঁজি। সেই রান জিম্বাবুয়ে পেরিয়ে যায় ১ বল বাকি থাকতে। প্রথম ম্যাচ ৩ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে চারিথ আসালাঙ্কা আর অ্যাঞ্জেলো ম্যাথিউজের ৭৯ বলে ১১৮ রানের মারকুটে জুটি। আসালাঙ্কা ৩৯ বলে ৫ চার আর ৩ ছক্কায় খেলেন ৬৯ রানের ইনিংস। ৫১ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন ম্যাথিউজ। এই ইনিংসে ৬টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান তিনি। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি আর লুক জঙউই নেন দুটি করে উইকেট।
জবাবে ১৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩২ রান। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল ৪২ রানের। ১৮ ও ১৯তম ওভারে তারা নিতে পারে ১২ ও ১০ রান করে। শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ২০ রানে। বোলিং করতে এসেই প্রথম বলে নো বলে ছক্কা হজম করেন ম্যাথিউজ। পরের দুই বলে জঙউই মারেন ৪ ও ৬। শেষ চার বলে ৩ রান প্রয়োজন ছিল তখন। পরের দুই বলে ১ রান দিলেও পঞ্চম বলে আবার ছক্কা হজম করেন ম্যাথিউজ। এক বল হাতে রেখেই ম্যাচ জেতে জিম্বাবুয়ে। এমন নৈপুণ্যে ম্যাচসেরা হন জঙউই।
Discussion about this post