নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে বাংলাদেশ। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ওয়ানডে লাল সবুজের প্রতিনিধিদের কাছে সিরিজ বাঁচানোর শেষ সুযোগ। তবে এই ম্যাচটি খেলতে চান না অধিনায়ক লিটন দাস। এছাড়া তামিম ইকবালও একই কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে।
তৃতীয় ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন। বিসিবি সূত্রে জানা গেছে, তাঁদের দুজনকে ছাড়াই আগামী ২৬ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছে, প্রথম ও দ্বিতীয় ম্যাচ থেকে সাকিব আল হাসানসহ যাদের বিশ্রাম দেয়া হয়েছিল, শেষ ম্যাচে তারা ফিরতে পারেন। এজন্য তামিম-লিটনের বিশ্রামের বিষয়ে আপত্তি করছে না বিসিবি।
তামিম-লিটন না খেলায় তৃতীয় ম্যাচে এনামুল হক বিজয়, জাকির হাসান সুযোগ পেতে পারেন। এছাড়া তানজিদ হাসান তামিম, সৌম্য সরকাররাও আরেকটি সুযোগ পাবেন বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ওয়ানডের জন্য বিসিবি এখনও দল ঘোষণা করেনি। নতুন কাউকে বিসিবি যুক্ত করলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বিসিবির একটি সূত্রে জানা গেছে, শেষ ওয়ানডের দলে যোগ হতে পারেন মুশফিকুর রহিম-তাসকিন আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০































Discussion about this post