স্পোর্টস ডেস্কঃ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি তাই হয়ে দাঁড়ায় অঘোষিত ফাইনাল। আর সেই ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজের ট্রফি নিজেদের ঘরেই রাখল ক্যারিবিয়ানরা।
টরুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ১৩২ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। শেষ দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ফিল সল্ট সর্বোচ্চ ২২ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৮ রানের ক্যামিও খেলেন এদিন। দ্বিতীয় সর্বোচ্চ ২ ছক্কায় ২৮ রান করেন লিয়াম লিভিংস্টোন। তবে এর জন্য ২৯ বল খেলে ফেলেন তিনি।
উইন্ডিজের হয়ে মাত্র ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন গুদাকেশ মতি। আন্দ্রে রাসেল, আকিল হোসেন ও জেসন হোল্ডার ২টি করে উইকেট লাভ করেন।
১৩৩ রানের জবাবে খেলতে নেমে ইনিংসের চার বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় উইন্ডিজ। যদিও এটি টপকাতে বেশ বেগ পোহাতেই হয়েছে দলটিকে। হারাতে হয়েছে ৬ উইকেট। এই জয়ের পেছনে বড় অবদান শাই হোপ ও শেরফানে রাদারফোর্ডের। হোপ ৪৩ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৩ রান করেন। ২৪ বলে ১ চার ও ২ ছক্কায় ৩০ রান করেন রাদারফোর্ড। এছাড়া ওপেনার জনসন চার্লস ২৭ রান করেন।
ইংল্যান্ডের হয়ে রিস টপলি ও আদিল রশিদ ২টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা































Discussion about this post