স্পোর্টস ডেস্কঃ আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আজ আসন্ন আসরকে সামনে রেখে সময়সূচি প্রকাশিত হয়েছে। আইসিসি প্রকাশিত সূচিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ জুন থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস।
এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ লড়বে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ উইন্ডিজে খেলবে সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। যুক্তরাষ্ট্রের তিনটি ও উইন্ডিজের ৬ ভেন্যুতে মোট ৫৫ ম্যাচ হবে। ১ জুন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই বিশ্ব আসর। বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন বার্বাডোসে। ২৬ ও ২৭ জুন হবে বিশ্বকাপের দুটি সেমি ফাইনাল।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। হাইভোল্টেজ ম্যাচটি হবে ৯ জুন। এই ম্যাচের ভেন্যু করা হয়েছে নিউ ইয়র্ক। গ্রুপ ‘এ’-তে তারা আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। ‘এ’ গ্রুপের প্রতিটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের আইজেনহাওয়ার পার্কে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্র:
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post