নিজস্ব প্রতিবেদঃ বিপিএলে টানা সপ্তম জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স। শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তারা হারিয়েছে ১৮ রানের ব্যবধানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের দেয়া ১৮৮ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয় চট্টগ্রাম। টানা তিন হারে প্লে অফ অনেকটা অনিশ্চিত সাগরিকা পাড়ের দলটির।
১০ ম্যাচে পাঁচ জয় নিয়ে চট্টগ্রামের পয়েন্ট ১০, নেট রানরেটে তারা বেশ পিছিয়ে। অন্যদিকে, টানা সপ্তম জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করে প্লে অফে সাকিব-সোহানদের দল রংপুর। আজ সাকিব-সোহানদের ১৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে পেরেছে চট্টগ্রাম। দলের হয়ে লড়াইটা করেছেন কেবল রোমারিও সেফার্ট। ৩০ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। হাঁকান ৫ বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা।
এছাড়া ২৪ বলে ২৪ রান করেছেন টম ব্রুস। অধিনায়ক শুভাগত হোম করেছেন ১৯ বলে ২১ রান। ১৫ বলে ১৫ রান করেন জিয়াউর রহমান। উইকেট হাতে রেখে দিয়েও ১৮ রানে হেরেই মাঠ ছাড়ে চট্টগ্রাম। রংপুরের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট নেন প্রিটোরিয়াস। ২ উইকেট নেন মাহাদি।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে রংপুর। টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন সাকিব আল হাসান। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৯ রান করা টাইগার অলরাউন্ডার এদিন ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৬২ রান। এছাড়া ১৭ বলে ৪ ছক্কায় ৩৪ রানের দারুণ ইনিংস উপহার দেন মাহাদি। এরপর ম্যাচ সেরার পুরষ্কারও জিতেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post