স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়ের সঙ্গেও এখন আর লড়াইয়ে পারে না বাংলাদেশ। টেস্টে দুই দলের জয় পরাজয় সমানে সমান। সিলেট টেস্ট হারের পর এবার চট্টগ্রাম টেস্ট শুরুর পালা। সাগরিকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে প্রধান কোচ ফিল সিমন্স সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন।
ফিল সিমন্সের অধীনে হারতেই আছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও হার। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দেন।
সিমন্স বলেন, ‘বাংলাদেশের মানুষদের ধৈর্য ধরতে বলবো। আমি জানি সবার খেলার প্রতি আবেগ ও ভালোবাসা কত বেশি এখানে। সবাই চায় বাংলাদেশ আরও ভালো করুক। তবে আমি ধৈর্য ধরতে অনুরোধ করবো। আমরা চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক কাজ করতে। সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।’
আশার বাণী শুনিয়ে সিমন্স বলেন, ‘আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। শুধু ঠেকিয়ে ঠেকিয়ে ২০০ রান করার চিন্তা নেই। আপনারা বারবার বলছেন, পরিবর্তনের কথা। আমরা যেখানে যেতে চাই, তার জন্য কিছুটা সময় লাগবেই।’
এক, দুই-তিন টেস্টে উন্নতি হবে না জানিয়ে বাংলাদেশ দলের কোচ সিমন্স আরো বলেন, ‘কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগিয়ে যেতে এসব জায়গায় উন্নতি করতে হবে। এক, দুই, তিন টেস্ট এটা হবে না।’
পেসার তানজিম সাকিবকে নিয়ে সিমন্স বলেন, ‘আমার মনে হয় সে যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে। (সাকিব ব্যাটিং ডেপথ এনে দিবে) এটা সবসময়ই ভালো ব্যাপার দলের জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০