স্পোর্টস ডেস্কঃ বুকায়ো সাকার হ্যাটট্রিকে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বে ৭-০ গোলে বিশাল জয় পায় ইংল্যান্ড। গত রাতে ওল্ড ট্রাফোর্ডে হ্যারি কেইনের গোলে ২৯ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দুই অর্ধের দুটি দারুণ ফিনিশিংয়ে বুকায়ো সাকা ম্যাচের আলো নিজের দিকে টেনে নেন। মার্কাস রাশফোর্ড এক গোল করেছেন।
৫১ মিনিটে সাকা হ্যাটট্রিক পূরণ করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। কালভিন ফিলিপসও কাল স্কোরশিটে নাম লিখিয়েছেন। তবে এতেই থেমে যায়নি ইংলিশরা। অধিনায়ক কেইন স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যারেথ সাউথগেটের দল। এই জয়ে সি-গ্রুপে টানা চতুর্থ জয়ে টেবিলের শীর্ষেই রয়েছে ইংল্যান্ড।
আন্তর্জাতিক ফুটবলে প্রথম হ্যাটট্রিক করা সাকার খেলায় মুগ্ধ কোচ সাউথগেট। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, এমন একজন খেলোয়াড় যেকোনো দলের শক্তি বাড়িয়ে দেয়। সাউথগেট বলেন, ‘সাকা যখন আর্সেনাল দলে যোগ দিয়েছিল, তখন আমাকে যা নাড়া দিয়েছিল তা হলো, সে এমন একটি সময়ে শীর্ষ পর্যায়ে পারফর্ম করছিল যখন দলটি কঠিন সময় পার করছিল।’
সাউথগেট আরও বলেন, ‘এরপর দল যখন ভালো খেলছিল, তখনও সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল এবং শীর্ষ মানের পারফর্ম করছিল। এটা তার মানসিকতা, চাপ মোকাবেলা করার সক্ষমতা সম্পর্কে অনেক কিছু বলে দেয়। এমন একটি আবহেই আমরা সবসময় থাকি। তার সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post