স্পোর্টস ডেস্কঃ সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি হয়েছেন সাকিব আল হাসান। এই বাঁহাতি অলরাউন্ডার মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। সাকিবের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
নিজের শিষ্য সাকিবের এমপি হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন সালাউদ্দিন। তিনি জানিয়েছেন, এগুলো নিয়ে তার আগ্রহ নেই খুব একটা। সাকিব আল হাসান আগেও তার কাছে যা ছিলেন, এখনও তিনি এরকমই আছেন। সাকিব এমপি বা মন্ত্রী হওয়া মূখ্য বিষয় না সালাউদ্দিনের কাছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম দলগত অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন এই প্রসঙ্গে বলেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রধানমন্ত্রীও হয়ে যায়, সেটা নিয়ে আমার আগ্রহ নেই। সে আমার কাছে যে মানুষটা, আমি আশা করি সাকিব আমার কাছে সেই মানুষই থাকবে।’
‘সে এমপি নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় আমার সাথে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post