স্পোর্টস ডেস্কঃ ২০১৯ সালের পর আবারও মাঠে গড়াছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। মাঝে করোনা ও আর্থিক ইস্যুর কারণে আয়োজন হয়নি এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এবার শুরুর অপেক্ষায় তৃতীয় আসর। মঙ্গলবার লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে দল পেয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। মন্ট্রিল টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে বাংলাদেশ সুপারস্টারের নাম ঘোষণা করা হয়।
সাকিবের পর এই লিগে দল পেয়েছেন লিটন দাসও। বাংলাদেশের তারকা ব্যাটারকে ঢেরায় ভিড়িয়েছে সারে জাগুয়ার্স। সব ঠিক থাকলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে কানাডা যাবেন লিটন। গ্লোবাল লিগে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিরা সব তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
লিটনের দল সারে জাগুয়ার্সেও আছেন একাধিক তারকা। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, পাকিস্তানের ইফতেখার আহমেদ, মোহাম্মদ হারিস, অস্ট্রেলিয়ার জেসন বেহেরনডর্ফ, আফগানিস্তানের করিম জানাত, নেপালের সন্দীপ লামিচানের মতো তারকাদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে সাকিব আল হাসানকে সর্বোচ্চ মার্কি ক্যাটাগরিতে দলে ভেড়ানো মন্ট্রিল টাইগার্সে আরও আছেন আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, কার্লোস ব্রাথওয়েটের মতো তারকারা।
এসবের বাইরেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন হরভজন সিং, কলিন মুনরো, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, শোয়েব মালিক, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, মোহাম্মদ রিজওয়ান, র্যাসি ভ্যান ডার ডুসেন, রেজা হেনড্রিকস, আজম খান, জিমি নিশামের মতো বিশ্ব ক্রিকেটের তারকারা।
সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসর। ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৬ আগস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post