নিজস্ব প্রতিবেদক:: টেস্ট সিরিজ শেষ করে ফিরে গেছে আফগানিস্তান। ঈদুল আযহার ছুটি ছিলো ক্রিকেটারদের। তবে পুরােটা সময় ছুটি পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। প্রস্তুুতি কোনো ঘাটতি না রাখতেই চন্ডিকা হাথুরুসিংহে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু করছেন ঈদের আগেই।
টেস্ট সিরিজ শেষে দু’দিন বিশ্রাম করছেন ক্রিকেটাররা। বুধবার থেকেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে ওয়ানডে ও টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরের হোম অব ক্রিকেটে বুধবারই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
ঈদের পরপরই ঢাকায় আসবে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই থেকে। এরপরই সিলেটে শুরু হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ। ১৪ ও ১৬ জুলাই হবে টি-২০ ফরম্যাটের ম্যাচ দু’টি।
চোটের কারণে টেস্ট সিরিজে বিশ্রামে থাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ দিয়েই ফিরছেন দলে। বুধবার থেকে শুরু হতে যাওয়া অনুশীলন ক্যাম্পে থাকবে দু’জনই।
একমাত্র টেস্টে নাজেহাল হয়ে ফেরা আফগানরা ওয়ানডেতে আসবে পূর্ণ শক্তির দল নিয়ে। রশিদ খান, মুজিবুর রহমান, ফজল হক ফারুকী, মোহাম্মদ নবী সহ রঙিন পোশাকের সব তারকা ক্রিকেটারকে নিয়েই আসবে অতিথিরা। বাংলাদেশ দলও সাকিব, তামিকে নিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































Discussion about this post