স্পোর্টস ডেস্ক:: মাঠে বসে সাকিব আল হাসান, লিটন কুমার দাসদের খেলা দেখতে হলে ১০ হাজার টাকা খরচ করতে হবে সমর্থকদের। গ্লোবাল টি-২০ লিগে খেলছেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। তিন বছর পর টুর্নামেন্টটি আবারো মাঠে গড়িয়েছে।
তবে ১০ হাজার টাকার সঙ্গী ৫০০ টাকায়ও দেখা যাবে তাদের খেলা। সর্বনিম্ন ৫০০ টাকা দামের টিকিট অবশ্য অল্পই। আয়োজকেরা বেশি দামের টিকিটই ছাড়বেন বেশি। অনলাইনে শুরু হয়েছে গ্লোবাল টি-২০’র টিকিট বিক্রি কার্যক্রম।
আগামি ২৬ জুলাই শুরু হবে এই টুর্নামেন্টটি। শেষ হবে ৬ আগস্ট। সিলভার, গোল্ড ও ভিআইপি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ ৫ থেকে ১০০ মার্কিন ডলারে দর্শকেরা কিনতে পারবেন টিকিট। বাংলাদেশী মুদ্রায় ৫শ টাকা থেকে শুরু করে যা ১০ হাজার টাকা পর্যন্ত।
তবে ৫ ও ১০০ ডলারের সঙ্গে ১০ ও ১৫ ডলারেরও কিছু টিকিট বিক্রিকরা হবে। টুর্নামেন্টের অফিসিয়াল (gt20.ca) ওয়েবসাইট থেকে কেনা যাবে ম্যাচ টিকিট। টুর্নামেন্টিতে বাংলাদেশের তারকা সাকিব আল হাসান খেলছেন মন্ট্রিল টাইগার্সের হয়ে এবং লিটন খেলবেন সারে জাগুয়ার্সের।
টিকিট বিক্রি নিয়ে গ্লোবার টি-২০’র প্রধান নির্বাহী রিচার্ড বেররিজ বলেন, ‘দর্শকদের উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগের আসরগুলোতে অনেক দর্শক ছিল। এবারও থাকবে বলে আশাবাদী। আমরা চাই দর্শকরা দারুণ এই টুর্নামেন্টের অংশ হোক।’
ব্র্যাম্পটনের সিএএ সেন্টারে ৮ দলের টুর্নামেন্টটি অনুষ্টিত হবে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রত্যেক দল পাবে ৭টি করে ম্যাচ। শীর্ষ চার দল খেলবে প্লে-অফে। এরপর ফাইনালে অংশ নেবে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post