নিজস্ব প্রতিবেদক:: সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাট হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়ের ব্যাটে সাবধানী শুরু করেছে। দেখে শুনে দায়িত্বশীল ভাবেই ব্যাট করছেন দু’জনে। সাদমান তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। সাত চারে ৭৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন এই ওপেনার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল উদ্বোধনী জুটিতে ৮৩ রান তুলেছে ২২.১ ওভারে। ৫০ রানে সাদমান ও ৩৩ রানে বিজয় অপরাজিত আছেন।
এর আগে তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে জিম্বাবুয়েকে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রানে আটকে দেয় বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সকালে জিম্বাবুয়েকে অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিন নয় উইকেটে ২২৭ রান তুলে দিন শেষ করেছিলো জিম্বাবুয়ে। দুই অপরাজিত ব্যাটার সিগা ১৮ ও মুজারাবানি ২ রানে আজ আবারো ব্যাট করতে নামেন। তবে কোনো রান সংগ্রহের আগেই মুজারাবানি তাইজুলের শিকারে পরিণত হলে সফরকারী অলআউট হয়ে যায় ওই ২২৭ রানেই।
সাগরিকায় টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে দুইশো পার করতে পেরেছে শেন উইলিয়ামস ও নিকি ওয়েলচের হাফ সেঞ্চুরিতে। সফরকারীদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেছেন শেন উইলিয়ামস। ১৬৬ বলে সাত চার ও এক ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। নিকি ওয়েলচে করেছেন ৫৪ রান। দুই ছক্কা আর তিন চারের ইনিংসে খেলেছেন ১৩৩ বল। ২১ রান করে সংগ্রহ করেছেন দুই ওপেনার বেনেট ও কারান। ১৮ রানে অপরাজিত ছিলেন সিগা।
বাংলাদেশের হয়ে তাইজুল ছয়টি, নাঈম ২টি ও অভিষিক্ত পেসার সাকিব ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০