স্পোর্টস ডেস্ক:: সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতে পৌঁছেছে জামাল ভুঁইয়ারা। কম্বোডিয়া থেকে সরাসরি ব্যাঙ্গালুরুতে গেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফুটবলার, কোচিং স্টাফসহ দলের কর্মকর্তারা এক সঙ্গেই ভারতে গেছেন।
আগামি ২১ জুন থেকে ব্যাঙ্গালুরুতে অনুষ্টিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। শনিবার আয়োজক দেশটিতে পৌঁছায় বাংরাদেশ দল। এর আগে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ টুর্নামেন্টের প্রস্তুুতির জন্য ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল কম্বোডিয়ায় যায়।
স্বাগতকিদের কম্বোডিয়াকে জনির একমাত্র গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে জামাল ভুঁইয়ারা। প্রথমার্ধে করা এক গোলের লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে বাংলাদেশ। দারুণ জয়ে আত্মবিশ্বাস নিয়েই সাফে গেলো বাংলাদেশ দল।
২১ জুন থেকে শুরু হওয়া সাফে বাংলাদেশ দল পড়েছে ‘বি; গ্রুপে। লেবানন, মালদ্বীপ ও ভুটান বাংলাদেশের গ্রুপ সঙ্গী হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post