স্পোর্টস ডেস্কঃ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। আজ ব্যাঙ্গালোরে শক্তিশালী মালদ্বীপকে হারিয়ে আশাবাদী হাবিয়ের কাবরেরার শিষ্যরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে হারাতে পারলেই মোটামুটি নিশ্চিত সেমিফাইনাল।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৮ জুন তাদের প্রতিপক্ষ ভুটান। এই ম্যাচে ড্র করলেও সম্ভাবনা ভালোই থাকবে জামাল ভুঁইয়া-তপু বর্মণদের। এমনকি হেরে গিয়েও সেমিতে উঠতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভুটান আজ বড় ব্যবধানে হেরেছে লেবাননের বিপক্ষে।
এবারের বঙ্গবন্ধু সাফের ‘বি’ গ্রুপের চার দলই দু’টি করে ম্যাচ খেলেছে। যেখানে লেবানন ও বাংলাদেশের শেষ চারে খেলার সুযোগ সবচেয়ে বেশি। এখন পর্যন্ত অতিথি দল লেবানন ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল নিশ্চিত বলা যায় না! গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষে আজ হারের তেতো স্বাদ পাওয়া মালদ্বীপ।
নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপ লেবাননকে বড় ব্যবধানে হারালে এবং বাংলাদেশ জিতলে তখন লেবানন বাদ পড়বে। যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সেটি অসম্ভব। অন্যদিকে ভুটানেরও সম্ভাবনা রয়েছে। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৩ গোলের ব্যবধানে হারালে বাংলাদেশ ও ভুটানের পয়েন্ট দাড়াবে সমান ৩। গোল ব্যবধানে ভূটান থাকবে -২ আর বাংলাদেশ -৩। ভুটানকে সেমিতে খেলতে হলে অবশ্য লেবাননকে মালদ্বীপের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post