স্পোর্টস ডেস্ক:: সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হলেও ফাইনালের মঞ্চ থেকে পুরস্কার নিতে পারেননি বাংলাদেশের আনিসুর রহমান জিকু। অবশেষে তার হাতে এসেছে সাফ সেরা গোলরক্ষকের পুরস্কার।
জিকু বাংলাদেশের গোল পোস্টে দুর্দান্ত পারফর্ম করেন। ভারত, কুয়েত, লেবনানের মতো দেশগুলোর গোলরক্ষকদের হারিয়ে তাই জেতেন সাফ সেরা গোলরক্ষকের পুরস্কার। তবে বাংলাদেশ দল সেমিফাইনাল থেকে বিদায় হয়ে যাওয়াতে ফাইনালের দিন মাঠে থাকতে পারেননি জিকু।
ফাইনালের দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা গোলরক্ষক হিসেবে জিকুর নাম ঘোষণা হলেও মঞ্চে তাই ওঠা হয়নি তার। কারণ আগেই দেশে ফিরে আসে বাংলাদেশ দল। জিকুর পুরস্কারটি তাই থেকে যায় ভারতেই।
অবশেষে ঢাকায় সাফের কার্যালয় থেকে নিজের পুরস্কারটি বুঝে নিলেন জিকু। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বৃহস্পতিবার জিকুর হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post