স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজ-নেদারল্যান্ডস ম্যাচের নির্ধারিত ১০০ ওভারে রান হয় ৭৪৮! সোমবার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে আগে ব্যাট করে ক্যারিবিয়ানরা করে ৩৭৪ রান। জবাব দিতে নেমে ডাচদেরও ইনিংস থামে ৩৭৪ রানে। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে দারুণ আধিপত্য দেখায় নেদারল্যান্ডস।
জেসন হোল্ডারের ৬ বলে ৩০ রান তুলে ফেলেন লোগান ফন বিক, হাঁকান ৩টি করে চার-ছক্কা। এরপর বল হাতেও জাদু দেখান। তার ওভারে ৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৮ রানের বেশি করতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ। দারুণ এক জয়ে বড় অবদান রাখেন ফন বিক। জেতেন সেরার পুরষ্কার।
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে ফন বিক জানান, ‘স্পেশাল’ কিছু করতে ডাচ ক্রিকেটাররা ছিলেন দারুণ প্রত্যয়ী। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি জানি না। কীভাবে এখনকার অনুভূতি প্রকাশ করতে পারি। দলের জন্য, ছেলেদের জন্য আমি খুবই খুশি। দলে অবদান রাখতে পেরে খুশি। অসাধারণ অনুভূতি, এসবের জন্যই আমরা খেলি। অরেঞ্জদের জন্য এমন কিছু করতে পেরে, গর্ব নিয়ে করতে ও সবটুকু উজাড় দিয়ে দিতে পেরে আমরা খুশি।’
হারারের টাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি পেয়েছেন উইন্ডিজের সাবেক অধিনায়ক নিকোলাস পুরান। ৬৫ বলে ১০৪ রানের ইনিংস এই বাঁহাতি সাজান ৯ চার ও ৬ ছক্কায়। ব্রেন্ডন কিং ৮১ বলে ৭৬, জনসন চার্লস ৫৫ বলে ৫৪ রান করেন। মাঝে অধিনায়ক শাই হোপের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৭ রান। শেষ দিকে কেমো পলের ২৫ বলে ৪৬ রানের ঝড়ে ক্যারিবিয়ান স্কোরবোর্ডে রেকর্ড পুঁজি পায়।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের শুরুর চার ব্যাটার ব্যর্থ। পাঁচে নামা তেজা নিডামানুরু আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৬ বলে ১১১ রান করেন ১১ চার ও ৩ ছক্কায়। তার সঙ্গে ছিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৪৭ বলে ৬৭ রান করেন ডাচ অধিনায়ক। পঞ্চম উইকেটে তাদের ৯০ বলে ১৪৩ রানের জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আইসিসির সহযোগী সদস্য দেশটি।
এরপর দুই ব্যাটসম্যান দ্রুত ফিরলে চাপে পড়ে নেদারল্যান্ডস। সেখান থেকে ফন বিক ১৪ বলে ২৮ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। কিন্তু শেষ পথটা পাড়ি দিতে পারেননি ডানহাতি ব্যাটার। জয়ের জন্য ইনিংসের শেষ বলে ১ রান দরকার ছিল ডাচদের। কিন্তু ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফের বলে মিড উইকেটে ক্যাচ তুললে ম্যাচ টাই হয়। এর সুপার ওভারে নায়ক ফন বিক। ম্যাচ সেরার পুরষ্কার ওঠেছে তাঁর হাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post