স্পোর্টস ডেস্কঃ ব্রেন্টফোর্ডকে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
লিভারপুল ৩৫তম মিনিটে এগিয়ে যায় দারউইন নুনেসের দারুণ ফিনিশিংয়ে। বিরতির পরেই ম্যাক আলিস্তেরের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৬৮তম মিনিটে জালের দেখা পান সালাহ। লিভারপুল গোলরক্ষক কুইভেন কেলাহারের উঁচু করে বাড়ানো বলে হাকপোর ফ্লিকে বল পেয়ে যান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। সেখান থেকেই গোল করেন তিনি।
এরপর ব্যবধান কমায় ব্রেন্টফোর্ড। টোনির বুলেট গতির শট আর ফেরাতে পারেননি লিভারপুল গোলরক্ষক। রক্ষণের ভুলে ৮৬তম মিনিটে ব্রেন্টফোর্ড হজম করে আরেকটি গোল। জালের দেখা পান কোডি হাকপো। দারুণ এই জয়ে টেবিলের শীর্ষ উঠল অলরেডরা। ২৫ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে তারা। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post