নিজস্ব প্রতিবেদক:: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ঢাকায় এসেছে নেদারল্যান্ডস জাতীয় দল। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ডাচরা। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথি দলকে।
বিকেলেই তিন ম্যাচের টি-২০ সিরিজের ভেন্যু সিলেটে পৌঁছাবে ডাচ ক্রিকেটাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের সবগুলো ম্যাচই হবে। ইতিমধ্যে বাংলাদেশ দল সিলেটে অবস্থান করছে। অনুশীলনের পাশাপাশি প্রস্তুুতি ম্যাচও খেলেছে টাইগাররা।
আগামি ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে। ১ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ৩ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-২০ ম্যাচটি হবে সিলেটের মাঠে। প্রতিটি ম্যাচই দিবারাত্রির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০