নিজস্ব প্রতিবেদক:: সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ ব্যাটিং করেছে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। দু’জনের উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ২৯৬ রান তুলেছে।
২৯৭ রানের জবাবে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ৯ ওভারে দুই উইকেটে ৩৫ রান।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই তুলে ১৭৬ রান। দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান অল্পের জন্য মিস করেছেন সেঞ্চুরি। ইনিংসের ২৬তম ওভারের দ্বিতীয় বলে ৮০ রানে সাইফ ফিরলে ভাঙে তাদের জুটি। ছয়টি করে চার ও ছক্কায় ৭২ বলে ৮০ রান করেন সাইফ।
ওপেনিং পার্টনার সাইফের বিদায়ের পর সৌম্য সরকারও ফিরেন প্যাভেলিয়নে। তার আগে খেলেন ৯১ রানের নান্দনিক এক ইনিংস। ৮৬ বলের ইনিংস সাজিয়েছেন সাত চার ও চার ছক্কায়। তিনে নামা তাওহীদ হৃদয় তৃতীয় উইকেটে ফিরেন ২৮ রানে। ৪৪ বলের ইনিংসে হাঁকান দুই বাউন্ডারী। ৫৫ বলে ৪৪ রান করেছেন শান্ত।
১৬ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। ১৭ রানে সাজঘরে ফিরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬ রান করেন অঙ্কন। ৩ রান করেন রিশাদ। ১ রান আসে নাসুমের ব্যাট থেকে। ৮ উইকেটে ২৯৬ রানে থামে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন চারটি ও এলিক ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০