নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগ মানেই সিলেটের হয়ে ব্যাট হাতে অমিত হাসানের আলাে ছড়ানো। চলমান জাতীয় ক্রিকেট লিগের ষষ্ট রাউন্ডে এসে দেখা মিলেছে প্রথম ‘ডাবল সেঞ্চুরি’র। সিলেটেঅমিত হাসান শুধু ডাবল সেঞ্চুরিই করেননি। এনসিএলে চতুর্থ উইকেটে ‘রেকর্ড’ জুটি গড়েছেন আসাদুল্লাহ আল গালিবকে নিয়ে। রাজশাহীর বিপক্ষে ঘরের মাঠে দাপট দেখাচ্ছে স্বাগতিকরা।
জাতীয় লিগে সিলেটের হয়ে নিয়মিত পারফর্ম করছেন অমিত হাসান। গত মৌসুমের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান এবারো হাঁকালেন ‘ডাবল সেঞ্চুরি”। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ২১৩ রান করেছেন তিনি। দৃষ্টিন্দন দ্বিশতকের ইনিংসে ২৮টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন ২৫১ বলে। চতুর্থ উইকেটে আসাদুল্লাহ আল গালিবকে নিয়ে গড়েছেন ৩৪২ রানের জুটি। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে চতুর্থ উইকেটে যা দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
প্রথম ইনিংসে রাজশাহীর ২৩৬ রানের জবাবে সিলেট নিজেদের প্রথম ইনিংসে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৫.৩ ওভারে চার উইকেটে ৫১১ রান তুলেছে। ৬০ রান করেছেন অধিনায়ক জাকির হাসান। ১৭৭ রানে অপরাজিত আছেন আসাদুল্লাহ আল গালিব। ২৮ রানে অপরাজিত আছেন রিয়াদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































