নিজস্ব প্রতিবেদক:: জৌলস হারিয়েছে সিলেটের ক্রিকেট। রেলিগেশনসহ লিগ আয়োজনের জন্য মাঠে নামতে হয়েছিলো ক্রিকেটারদের। বর্জন করে সিলেটের ক্রিকেট থেকে অনেকটা নির্বাসিত হতে হয়েছিলো ক্রিকেটারদের। এক সময়ের নিয়মিত আর আলো ছড়ানো সিলেটের ক্রিকেট আন্দোলন সংগ্রামে হয়ে পড়েছিলো অনিয়মিত। এবার সঙ্কটে থাকা সিলেটের ক্রিকেটকে পুরুজ্জীবিত করার চেষ্টায় এডহক কমিটি।
গত বছর সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেয়। গঠন করে এডহক কমিটি। সিলেটের জেলা ক্রীড়া সংস্থাও পায় এডহক কমিটি। এবার সেই কমিটি সিলেটের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় মাঠে নেমেছে। মৌসুমের শুরুতে মাঠে গড়াতে চায় লিগ।
সিলেটে ক্রিকেটের জন্য নিবন্ধিত ক্লাব বিশটি। প্রথম বিভাগে খেলে দশটি ক্লাব, দ্বিতীয় বিভাগে খেলে দশটি ক্লাব। লিগে অংশ নিয়ে থাকে জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ক্লাবগুলো। প্রতি বছরই লিগ আয়োজনের জন্য ক্রিকেটার ও ক্লাবগুলোকে দৌড়ঝাপ করতে হয়। এবার চিত্রটা ব্যতিক্রম। জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরাই মৌসুম শুরুর আগে ডাকছেন ক্লাব প্রতিনিধিদের। লিগ আয়োজনের পরিপকল্পনা তুলে ধরছেন। চাচ্ছেন পরামর্শও।
নভেম্বরেই লিগ আয়োজনের জন্য এরই মধ্যে এডহক কমিটি বৈঠক করেছে সিলেটের ক্লাবগুলোর সাথে। দুই পক্ষই নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করেছেন। সুষ্টু আর সুন্দর লিগ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বিসিবির কাউন্সিলর সৈয়দ ফজলে এলাহী অভি জানিয়েছেন, এবার লিগ যথা সময়েই শুরু হবে। সিলেটের ক্রিকেটের হারানো জৌলস ফিরিয়ে আনতে কাজ করবে তাদের কমিটি।
সাবেক ক্রিকেটার ও বিসিবির কাউন্সিলর সৈয়দ ফজলে এলাহী অভী এসএনপিস্পোর্টসকে বলেন, ‘আমরা ক্লাবগুলোর সাথে বসেছি। সবাই মিলে একটি সুন্দর লিগ আয়োজনের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য নভেম্বরের শুরুতেই লিগ মাঠে গড়ানো। আশা করছি যে পরিকল্পনা নিয়ে এসেছি, সেটি বাস্তবায়ন করতে পারব আমরা। তাতে সিলেটের ক্রিকেটই উপকৃত হবে।’
বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খন্দকার রাজিন সালেহ আলম, সাহাজ উদ্দিন টিপু ও আব্দুল ওয়াহিদ উমায়ের।
ক্লাব প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেভেন ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, ইয়াং প্যাগাসাস ক্লাবের সভাপতি হানিফ আলম চৌধুরী, বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রকিব, ইলেভেন ষ্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির, ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী আনি, জিমখানা ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী. ব্লু নবাগত ক্রীড়া সংস্থার সভাপতি সুধের শর্মা চৌধুরী, জালালাবাদ ক্লাবের সাধারণ সম্পাদক এ.এ.এম মিরাজ জাকির, হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সময় চৌধুরী, এ্যাপোলো-১১ ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ কবির জুহিন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইমরান আজাদ, ইউথ সেন্টার ক্লাবের প্রতিনিধি মো. রায়না মিয়া, মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট এর প্রতিনিধি ইকরাম আহমদ, ষ্টার্স ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসমাইল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপলু, শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ও শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেয়াজ আহমদ জুয়েল, ইসমাইল স্পোর্টিং ক্লাবের সদস্য হাসানুর রহমান সবুজ প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০