স্পোর্টস ডেস্ক:: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বের ম্যাচে সিলেটে আজ মৌলভীবাজারের মুখোমুখি হবে নরসিংদী জেলা দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সব জেলা দল নিয়ে তারুণ্যের উৎসব৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে।
রাউন্ড অব সিক্সটিনে গোলাম নাফিজ পটে নরসিংদীর মুখোমুখি হচ্ছে মৌলভীবাজার। সিলেট জেলা স্টেডিয়ামে আজ দুপুর ২টায় নকআউট পর্বের ম্যাচটি শুরু হবে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. সারওয়ার আলম।
ম্যাচটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত। সিলেট বিভাগের জেলা মৌলভীবাজার ও নরসিংদীর খেলা উপভোগের জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম এবং সিলেট জেলা
ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































