নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট নিজেদের মাঠে ময়মনসিংহের মুখোমুখি হয়েছে। ঘরের মাঠে বল করতে নামা সিলেট খুব একটা সুবিধা জনক অবস্থানে নেই। প্রথমবার জাতীয় লিগ খেলতে নামা ময়মনসিংহ প্রথম দিন শেষেই তুলেছে ২৬৮ রান। আরিফুলের সেঞ্চুরির ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন আব্দুল মজিদ। প্রথম দিন শেষে সাত উইকেটে ২৬৮ রান তুলেছে ময়মনসিংহ।
সিলেটের বিপক্ষে ব্যাট করতে নামা ময়মনসিংহের শুরুটা অবশ্য ভাল হয়নি। শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। ২১ রান তুলতেই ব্যক্তিগত শুন্য রানে রবিন, ৭ রানে নাইম শেখ ও ১১ রানে আইচ মোল্লা ফিরেন প্যাভেলিয়নে। দ্রুত তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ময়মনসিংহের হয়ে হাল ধরেন মজিদ ও আরিফুল। চতুর্থ উইকেটে দু’জনেই গড়েন দায়িত্বশীল জুটি।
হাফ সেঞ্চুরিয়ান মজিদের বিদায়ে ভাঙে তাদের ১২৭ রানের জুটি। নয় বাউন্ডারিতে ১৩৯ বলে ৬৫ রানে মজিদ ফিরেন প্যাভেলিয়নে। তার বিদায়ের পরও অবিচল থাকেন আরিফুল। তুলে নেন সেঞ্চুরি। দশ চারে ২০৮ বলে ১০১ রান আরিফুল ফিরেন ষষ্ট উইকেটে দলীয় ২৪০ রানে। রনি ১৬ রানে ও শহীদুল ১০ রানে অপরাজিত আছেন।
সিলেটের হয়ে খালেদ তিনটি ও গালিব দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































