নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি দায়িত্ব নিয়েই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। সিলেটের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ছয় দলে আয়োজন হচ্ছে ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জাতীয় ক্রীড়া পরিষদ গত মাসের শুরুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করে দেয়। এরপরই এডহক কমিটি ক্রিকেট মৌসুম শেষ হওয়ার আগেই একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। যদিও চলমান মৌসুমে প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের কোনোটিই হয়নি। তবে এডহক কমিটি চাচ্ছে অন্তত একটি হলেও টুর্নামেন্ট যাতে মাঠে গড়ানো যায়।
ছয়টি দল অংশ নেবে টুর্নামেন্টটিতে। সিলেটের ক্রিকেটারদের ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি দলে। ক্রিকেটার, কোচ ও কর্মকর্তা মিলিয়ে প্রতিটি দলে ২০ জন করে থাকবেন। ক্রিকেটার থাকবেন ১৫/১৬ জন করে। এডহক কমিটি ও সিলেটে ক্রিকেটের নেতৃবৃন্দ, কোচ ও কর্মকর্তাদের একটি কমিটি এই দল গঠন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। প্রথমে তিন ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হবে। তারপর লটারির মাধ্যমে প্লেয়ার নির্বাচন করা হবে।
রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে ছয়টি দল প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে খেলবে। অর্থাৎ একটি দল ফাইনালের আগে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের দুই দল খেলবে ফাইনাল। আগামি সপ্তাহেই সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা করছে জেলা ক্রীড়া সংস্থা।
এডহক কমিটির কর্মকর্তারা চাচ্ছেন স্পন্সর সংগ্রহ করে টুর্নামেন্টটি করতে। আপাতত সেরকমই পরিকল্পনা আছে তাদের। তবে শেষ পর্যন্ত স্পন্সর পাওয়া না গেলে বা আর্থিক সঙ্কট দেখা দিলে ক্রীড়া সংস্থার ফান্ড থেকেও টুর্নামেন্টটির খরচ বহন করা হবে। এডহক কমিটির কর্মকর্তারা আজ বৃহস্পতিবার রাতে বৈঠকবে বসবেন। সেই বৈঠকেই দলগুলোর নাম চূড়ান্ত করা হবে। একই সঙ্গে দল গঠন করে অফিসিয়ালদের নামও চূড়ান্ত করা হবে।
জানতে চাইলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল এসএনপিস্পোর্সকে বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি বেশি দিন হয়নি। মৌসুম শেষ হওয়ার আগেই একটা টুর্নামেন্ট করার চেষ্টা করছি।’ টুর্নামেন্টের অর্থায়ন কি ভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা স্পন্সরের চেষ্টা করছি। পুরো খরচ যদি জোগাড় সম্ভব না হয়, তবে ক্রীড়া সংস্থার ফান্ড থেকে কিছুটা সহযোগিতা নেওয়া হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০