নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আসন্ন এশিয়া কাপের আগে ঘরের মাঠে নিজেদেরকে শেষবারের মত ঝালিয়ে নেওয়ার সুযোগ টাইগারদের, অন্যদিকে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় ডাচরাও গুরুত্বের সঙ্গে দেখছে এই সিরিজ।
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, টস জিতে তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আগে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি থেকে বাংলাদেশ দল একাদশে ৫টি পরিবর্তন এনেছে। নেই শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাঁদের জায়গায় এসেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। আর পাকিস্তান সিরিজের দল থেকে থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশঃ ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রোস, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, শারিজ আহমেদ ও দানিয়েল দোরাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০